রেজিস্ট্রেশন করে থাকলে লগ ইন করুন

মৌলিক বাংলা‍’র সদস্য নিবন্ধন ফরম

বাংলাদেশ; হাজার বছরের ক্রমবিকাশমান গ্রাম বাংলার কৃষিভিত্তিক সমাজের প্রতিনিধিত্বকারী সংস্কৃতির ধারক, ভাষার জন্য জীবন দানের মাধ্যমে যার জাতি স্বত্বার উন্মেষ, হাজার বছরের সংস্কৃতিকে ধারন করে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্রের আত্মপ্রকাশ, আমরা সেই বাংলা মায়ের গর্বিত সন্তান।
আমরা বাংলাদেশকে একটি আত্মনিয়ন্ত্রিত, শোষনহীন, সমৃদ্ধ ও জনগণের শাসনাধীন কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে আমাদের অঙ্গীকার ঘোষণা করছি।
বৈষম্যহীনতা, শোষনহীনতা, সমঅধিকার ও ন্যায়বিচারভিত্তিক এবং সর্বপরি লিঙ্গ, ধর্ম, জাতি, বর্ণ ও গোষ্ঠী নির্বিশেষে জনগণের শাসনে একটি জনগণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র ও সরকার গঠনের কর্তব্যকে প্রধান করে স্বদেশী শক্তি ও গণমানুষের প্রক্ষে আমাদের দৃঢ় অবস্থান ঘোষণা করছি।

বাংলাদেশ ভালবাসি।
এক জীবন এক বাজী
আপনার নাম: (বাংলায়) *
আপনার নাম: (ইংরেজীতে) *
লগইন নাম (username) *
ইমেইল: *
পাসওয়ার্ড *
পাসওয়ার্ড নিশ্চিত করুন *
মোবাইল নাম্বার: *
পিতার নাম:
পিতার পেশা:
মাতার নাম:
মাতার পেশা:
আপনার জন্ম তারিখ: *
আপনার পেশা:
জাতীয়তা:
জাতীয় পরিচয়পত্র নং:
বৈবাহিক অবস্থা:
রক্তের গ্রুপ:
আপনার বর্তমান ঠিকানা:
স্থায়ী ঠিকানা:
দেশের বর্তমান রাজনৈতিক ও সার্বিক অবস্থা সম্বন্ধে কি ধারণা?
মৌলিক বাংলা সম্বন্ধে আপনার ধারণা কি এবং কি আশা করেন মৌলিক বাংলার মাধ্যমে?
আপনার পূর্বে যুক্ত থাকা দলের নাম লিখুন অথবা যদি না যুক্ত থাকুন তাহলে 'না' লিখুন।
আপনি পূর্বে কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন? *
আপনি রাষ্ট্র বিরোধী কোন কাজে কখনো যুক্ত ছিলেন? *

রেজিস্ট্রেশন করে থাকলে লগ ইন করুন