বাংলাদেশ; হাজার বছরের ক্রমবিকাশমান গ্রাম বাংলার কৃষিভিত্তিক সমাজের প্রতিনিধিত্বকারী সংস্কৃতির ধারক, ভাষার জন্য জীবন দানের মাধ্যমে যার জাতি স্বত্বার উন্মেষ, হাজার বছরের সংস্কৃতিকে ধারন করে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্রের আত্মপ্রকাশ, আমরা সেই বাংলা মায়ের গর্বিত সন্তান।
আমরা বাংলাদেশকে একটি আত্মনিয়ন্ত্রিত, শোষনহীন, সমৃদ্ধ ও জনগণের শাসনাধীন কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে আমাদের অঙ্গীকার ঘোষণা করছি।
বৈষম্যহীনতা, শোষনহীনতা, সমঅধিকার ও ন্যায়বিচারভিত্তিক এবং সর্বপরি লিঙ্গ, ধর্ম, জাতি, বর্ণ ও গোষ্ঠী নির্বিশেষে জনগণের শাসনে একটি জনগণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র ও সরকার গঠনের কর্তব্যকে প্রধান করে স্বদেশী শক্তি ও গণমানুষের প্রক্ষে আমাদের দৃঢ় অবস্থান ঘোষণা করছি।